ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল শিক্ষাক্রমের পুনঃভর্তি নোটিশ ও নিয়ম। Diploma in Engineering and Textile Engg. Readmission

 ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীদের পুনঃভর্তির নোটিশ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে।




আমাদের প্রথমে জানতে হবে পুনঃভর্তি আসলে কি?

পুনঃভর্তি হল কোন অনিয়মিত শিক্ষার্থীর নিয়মিত হওয়ার প্রক্রিয়া।


কাদের জন্য পুনঃভর্তি প্রযোজ্য হবে?

যে সকল শিক্ষার্থী পূর্বের পর্বে ড্রপআউট হয়েছিল এবং অনিয়মিত হিসেবে পরীক্ষা দিয়েছে।

আবার কোন শিক্ষার্থী যদি কোন সেশন গ্যাপ থাকে তাহলেও পুনঃভর্তি হতে হয়।

ধরুন হিরো আলম ২০২৩ সালের জুন মাসের পর্ব  সমাপনী পরীক্ষায় ২য় পর্বে ৫টি বিষয় অকৃতকার্য হয়ে ড্রপআউট বা অনুর্ত্তীর্ন হয়। তার এখন করনীয় হল পরবর্তী জুনিয়রদের সাথে পরবর্তী পর্ব  সমাপনী পরীক্ষায় ২য় পর্বেই অংশগ্রহণ করা। তারপর ৩য় পর্বের ক্লাস শুরুর ১ম সপ্তাহে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত পুনঃভর্তি নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজ পত্র জমা প্রদান করা।



পুনঃভর্তি হতে করনীয় কি?

স্ব-স্ব প্রতিষ্ঠানে প্রকাশিত নোটিশ বা নির্দেশনা সঠিকভাবে অনুসরন করতে হবে, কেননা প্রতিষ্ঠান ভেদে নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে।

প্রয়োজনীয় কাগজ পত্র 

  • সর্বশেষ পর্বের প্রবেশ পত্রের ফটোকপি।
  • পুনঃভর্তির আবেদন পত্র।
  • রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
  • সর্বশেষ পর্বের মার্কশীটের ফটোকপি।
  • ২০০ টাকা জমা প্রদানের নোটিশ।
এছাড়াও আরো কিছু দরকার হতে পারে মূলত এগুলোই।

[তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃভর্তি না হতে পারলে পরবর্তীতে নানারকম জটিলতা দেখাযায়]

Post a Comment

Previous Post Next Post