এইচএসসি (ভোকেশনাল) থেকে ৪র্থ পর্বে ভর্তি / HSC (VOC) admission 4th Semester

 

এইচএসসি (ভোকেশনাল) থেকে ৪র্থ পর্বে সরাসরি শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া

 

যে সকল শিক্ষার্থী শুধুমাত্র ভোকেশনাল হতে এইচএসসি পাশ করেছে সেই সকল শিক্ষার্থীরা ইচ্ছা করলে সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হতে পারবে। (তবে তাদের এইচএসসি অবশ্যই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে হতে হবে বিএম হলে হবে না) তবে ভোকেশনাল হতে পাশকৃত শিক্ষার্থীদের ক্লাস্টার ভিত্তিতে ভর্তি হতে হবে অর্থাৎ যে যেই টেকনোলজী হতে এইচএসসি পাশ করেছে তাকে সেই টেকনোলজীতেই পড়তে হবে। বোর্ড কতৃক প্রকাশিত একটি তালিকা এখানে দেওয়া হল।

Link-1

Link-2

যে সকল শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার প্রবল ইচ্ছা কিন্তু কোথাও চান্স পায় নাই তারাও এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবে। তাছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে দেশে বিদেশে চাকরির সম্ভাবনা আছে। সরকারি ১০ম গ্রেডে চাকরির সুযোগ আছে।

ভর্তির যোগ্যতা:

  • এইচএসসি (ভোকেশনাল) কোর্স উত্তীর্ণ হতে হবে।
  • এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ .৫০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ . থাকতে হবে।
  • সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০২০-২০২২ সাল এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৬-২০২২ সালে এইচএসসি (ভোকেশনাল) কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য হবে।

উল্লেখিত সাল এবং তারিখ এবং তথ্য সার্কুলার অনুযায়ী পরিবর্তনশীল।

দেখে নিন পলিটেকনিকে সরাসরি ৪র্থ পর্বে ভর্তির নমুনা বিজ্ঞপ্তি

ভর্তি সংক্রান্ত সময়সূচি:

পলিটেকনিক ইন্সটিটিউট গুলা সেমিস্টার অনুযায়ী পরিচালিত হওয়ার কারনে সেমিস্টার অনুযায়ী ভর্তি নেওয়া হয়। তাই প্রতিষ্ঠানগুলোতে ৪র্থ পর্বের ক্লাস শুরুর প্রথম সপ্তাহে বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং খুবই কম সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন হয়ে থাকে।

·         আবেদনের সময় থাকে সাধারনত 0৭ দিন। (এর মধ্যে শুক্র-শনি ছুটি)

·         আবেদনের ০৭-১০ দিন পরে ফলাফল ঘোষণা করা হয়। ( (বাকাশিবো এর ওয়েবসাইটে)

·         স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে ভর্তির সময় থাকে ০২-০৩ দিন।

উল্লেখিত সময় শুধুমাত্র ধারনা দেওয়ার জন্য। আপনারা বিজ্ঞপ্তি ভালোকরে বুঝে পড়ে সঠিক ভাবে আপনাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন

আবেদনের সময় যেসব ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি আবেদন ফি জমা দিতে হবে:

/ এসএসসি পাসের সনদপত্র। (ফটোকপি এক কপি)

/ এসএসসি এইচএসসি পাসের নম্বরপত্র। (ফটোকপি এক কপি)

/ এসএসসি এইচএসসি-এর রেজিস্ট্রেশন কার্ড। (ফটোকপি এক কপি)

/ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র। (ফটোকপি এক কপি)

/ পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি- কপি।

/ প্রতিষ্ঠান হতে নির্ধারিত ভর্তির আবেদন ফরম ২০/- টাকা জমা দিয়ে উত্তোলন করতে হবে (প্রতিষ্ঠান প্রাপ্য হবে) এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় রশিদের মাধ্যমে ১০০/- টাকা জমা দিতে হবে।

আবেদন করার জন্য প্রতিষ্ঠানে গিয়ে ফরম পূরন করে জমা দিতে হবে। প্রতিষ্ঠান অনলাইনে এন্ট্রি করে দিবে। পরবর্তীতে চান্স হলে আবার কলেজে গিয়ে আবেদনের সময় জমাকৃত ফটোকপি কাগজ গুলার মূলকপি ও আনুমানিক ১৭০০-১৮০০ টাকা জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ছাড়াও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিসারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রম অনুমোদিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এইচএসসি (ভোক) হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে এক জরুরি নোটিশে, ভর্তি বিজ্ঞপ্তি, ফলাফল ও অন্যান্য তথ্য জানানো হয়।

https://bteb.gov.bd

কিছু সাধারন নির্দেশিকাঃ

১। যে কোন সরকারি দপ্তরে সঠিক সময়ে যাওয়া । (ভোগান্তি এরানোর জন্য সকাল সকাল যাওয়া, লান্স আওয়ারে ও বিকালের দিকে না যাওয়া)

২। সাথে অবশ্যই কলম রাখতে হবে। ভালো ব্যাবহার বজায়ে রাখা।

৩। নোটিশ সহ সকল তথ্য সঠিক ভাবে জানা।

৪।আবেদন নির্ভূলভাবে পূরণ করা ।

৫। সঠিক যায়গায় স্বাক্ষর প্রদান ও সঠিক মোবাইল নম্বর প্রদান করা।

Admission Procedure for Fourth Semester Direct Entry from HSC (Vocational)

Students who have completed their Higher Secondary Certificate (HSC) in the Vocational stream have the opportunity to be admitted directly to the fourth Semester. (However, it is essential that their HSC qualification be from a technical school and college; otherwise, they are not eligible.) These students will be admitted to the specific technology they studied in HSC Vocational. The board publishes a list of eligible technologies, which can be found at the following links:

Link 1

Link 2

For students who aspire to become engineers but have not had the opportunity, there is an option to pursue a Diploma in Engineering at a Polytechnic Institute. After completing their diploma, they can apply for a Bachelor of Science in engineering program at a Technical University (DUET). Additionally, those with a Diploma in Engineering can explore job opportunities both within Bangladesh and abroad, including government positions at the 10th-grade level.

Admission Eligibility Criteria:

1.      Students must have successfully passed the HSC (Vocational) course.

2.      For admission to government institutions, a minimum GPA of 2.50 is required in the HSC (Vocational) examination. For private institutions, a minimum GPA of 2.00 is necessary.

3.      Students who passed the HSC (Vocational) course in the years 2020-2022 are eligible for admission to government institutions, while those who passed in the years 2016-2022 are eligible for admission to private institutions. Please note that these eligibility criteria are subject to change.

Admission Schedule:

Polytechnic Institutes operate on a semester system, and therefore, admission is conducted on a semester basis. The announcement for admission from the board is usually made in the first week of the first semester of the fourth year. Admission is completed within a short time.

  • The application period typically lasts for about 7 days, excluding Fridays and Saturdays.
  • The results are usually announced 7-10 days after the application deadline on the official website of the respective institutions.
  • Successful candidates are required to be present at the institution for about 2-3 days during the admission process.

Please note that the mentioned timeframes are approximate and are subject to change. It is essential to carefully follow the admission notice for the correct dates and instructions.

Documents Required at the Time of Application:

  1. SSC (Secondary School Certificate) pass certificate (Photocopy, one copy).
  2. SSC and HSC examination mark sheets (Photocopy, one copy).
  3. SSC and HSC registration cards (Photocopy, one copy).
  4. Latest educational institution's certificate (Photocopy, one copy).
  5. Passport-sized colored photographs - 3 copies.
  6. Application fee for the institution specified (approximately 20 BDT).
  7. During the admission process, candidates may need to submit the original copies of the photocopied documents and pay an estimated fee of 1700-1800 BDT.

For the most up-to-date information regarding admissions, please visit the official website of the Bangladesh Technical Education Board (BTEB):

https://bteb.gov.bd

General Guidelines:

  1. Visit any government office at the correct time (avoid going during lunch breaks or closing hours).
  2. Carry a pen with you and use it properly.
  3. Ensure that all information and instructions are understood correctly.
  4. Fill out the application form without errors.
  5. Provide the correct address for correspondence and a valid mobile phone number.

Post a Comment

Previous Post Next Post