এইচএসসি (বিজ্ঞান) থেকে ৩য় পর্বে সরাসরি শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া
যে সকল শিক্ষার্থী শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেছে সেই সকল শিক্ষার্থীরা ইচ্ছা করলে সরাসরি ৩য় পর্বে ভর্তি হতে পারবে। (তবে তাদের এইচএসসি অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে)
যে সকল শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার প্রবল ইচ্ছা কিন্তু
কোথাও চান্স পায় নাই তারাও এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে ডুয়েট থেকে বিএসসি
ইঞ্জিনিয়ারিং করতে পারবে। তাছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে দেশে বিদেশে চাকরির
সম্ভাবনা আছে। সরকারি ১০ম গ্রেডে চাকরির সুযোগ আছে।
ভর্তির
যোগ্যতা:
ক)
বাংলাদেশের সাধারণ শিক্ষা বোর্ড হতে গণিত/উচ্চতর
গণিতে পাশসহ এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান)
এ উত্তীর্ণ হতে হবে।
খ)
সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৯ হতে
২০২৩ সালে এইচএসসি (বিজ্ঞান),
এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান)
বিভাগ হতে উত্তীর্ণসহ ন্যূনতম
জিপিএ ২.৫০ প্রাপ্ত
শিক্ষার্থীরা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
গ) বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৩ হতে
২০২৩ সালে এইচএসসি (বিজ্ঞান),
এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান)
বিভাগ হতে উত্তীর্ণসহ ন্যূনতম
জিপিএ ২.০০ প্রাপ্ত
শিক্ষার্থীরা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
উল্লেখিত সাল এবং তারিখ এবং
তথ্য সার্কুলার অনুযায়ী পরিবর্তনশীল।
দেখে নিন পলিটেকনিকে
সরাসরি ৩য় পর্বে ভর্তির
নমুনা বিজ্ঞপ্তি
ভর্তি
সংক্রান্ত
সময়সূচি:
পলিটেকনিক ইন্সটিটিউট গুলা
সেমিস্টার অনুযায়ী পরিচালিত হওয়ার কারনে সেমিস্টার অনুযায়ী ভর্তি নেওয়া হয়। তাই
প্রতিষ্ঠানগুলোতে ৩য় পর্বের ক্লাস শুরুর প্রথম সপ্তাহে বোর্ড থেকে বিজ্ঞপ্তি
প্রকাশ করা হয় এবং খুবই কম সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন হয়ে থাকে।
·
আবেদনের সময় থাকে সাধারনত 0৭ দিন।
(এর মধ্যে শুক্র-শনি ছুটি)
·
আবেদনের ০৭-১০ দিন পরে ফলাফল ঘোষণা
করা হয়। ( (বাকাশিবো
এর ওয়েবসাইটে)
·
স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে ভর্তির
সময় থাকে ০২-০৩ দিন।
উল্লেখিত
সময় শুধুমাত্র ধারনা দেওয়ার জন্য। আপনারা বিজ্ঞপ্তি ভালোকরে বুঝে পড়ে সঠিক ভাবে আপনাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন
করবেন
আবেদনের
সময় যেসব ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি ও আবেদন ফি জমা দিতে হবে:
১/
এসএসসি পাসের সনদপত্র। (ফটোকপি এক কপি)
২/
এসএসসি ও এইচএসসি পাসের
নম্বরপত্র। (ফটোকপি এক কপি)
৩/
এসএসসি ও এইচএসসি-এর
রেজিস্ট্রেশন কার্ড। (ফটোকপি এক কপি)
৪/
সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র। (ফটোকপি এক কপি)
৫/
পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-৩ কপি।
৬/
প্রতিষ্ঠান হতে নির্ধারিত ভর্তির
আবেদন ফরম ৫০/- টাকা
জমা দিয়ে উত্তোলন করতে হবে (প্রতিষ্ঠান
প্রাপ্য হবে) এবং আবেদনপত্র
জমা দেওয়ার সময় রশিদের মাধ্যমে
১০০/- টাকা জমা দিতে
হবে।
আবেদন
করার জন্য প্রতিষ্ঠানে গিয়ে ফরম পূরন করে জমা দিতে হবে। প্রতিষ্ঠান অনলাইনে
এন্ট্রি করে দিবে। পরবর্তীতে চান্স হলে আবার কলেজে গিয়ে আবেদনের সময় জমাকৃত ফটোকপি
কাগজ গুলার মূলকপি ও আনুমানিক ১৭০০-১৮০০ টাকা জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ছাড়াও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রম অনুমোদিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বাংলাদেশ
কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) ওয়েবসাইটে এক জরুরি নোটিশে,
ভর্তি বিজ্ঞপ্তি, ফলাফল ও অন্যান্য তথ্য জানানো হয়।
https://bteb.gov.bd
কিছু
সাধারন নির্দেশিকাঃ
১।
যে কোন সরকারি দপ্তরে সঠিক সময়ে যাওয়া । (ভোগান্তি এরানোর জন্য সকাল সকাল যাওয়া,
লান্স আওয়ারে ও বিকালের দিকে না যাওয়া)
২।
সাথে অবশ্যই কলম রাখতে হবে। ভালো ব্যাবহার বজায়ে রাখা।
৩।
নোটিশ সহ সকল তথ্য সঠিক ভাবে জানা।
৪।আবেদন
নির্ভূলভাবে পূরণ করা ।
৫।
সঠিক যায়গায় স্বাক্ষর প্রদান ও সঠিক মোবাইল নম্বর প্রদান করা।
Admission Process for the Third Year of HSC (Science)
Students who have passed the Higher Secondary Certificate (HSC) in the Science division can directly enroll in the third year if they wish. However, it is essential that their HSC qualification must be from the Science division.
For students who have a strong desire to become engineers but haven't had the opportunity, they can pursue a Diploma in Engineering from a Polytechnic Institute. After completing their diploma, they can then enroll in a Bachelor of Science in Engineering program at a Technical University (DUET). Additionally, graduates with a Diploma in Engineering have job prospects both in Bangladesh and abroad, including government jobs at the 10th-grade level.
Admission Eligibility Criteria:
A) Students must have passed HSC (Science), HSC (Vocational), or Alim (Science) from the Bangladesh Education Board with Mathematics or Higher Mathematics.
B) For government institutions, students who have passed HSC (Science), HSC (Vocational), or Alim (Science) between 2019 and 2023 with a minimum GPA of 2.50 will be eligible for admission.
C) For non-government institutions, students who have passed HSC (Science), HSC (Vocational), or Alim (Science) between 2013 and 2023 with a minimum GPA of 2.00 will be eligible for admission.
Please note that the mentioned years and information are subject to change as per the respective circulars.
Admission Timeline:
Polytechnic Institutes admit students on a semester basis. Therefore, admission is conducted according to the semester schedule. The process typically unfolds as follows:
- Application period: Usually, it lasts for 7 days (excluding weekends).
- Announcement of results: Results are typically announced 7-10 days after the application deadline (published on the official website).
- Physical presence: Students who are selected for admission need to be present at the institution within 2-3 days.
Please keep in mind that these timelines are approximate and may vary. It's crucial to thoroughly understand the admission notice to complete the process correctly.
Documents Required for Application:
- SSC certificate (photocopy, one copy).
- SSC and HSC transcripts (photocopy, one copy).
- SSC and HSC registration cards (photocopy, one copy).
- Latest educational institution's testimonial (photocopy, one copy).
- Passport-sized color photos (3 copies).
- Application fee of 50 BDT for government institutions (to be paid at the institution) and approximately 100-1800 BDT for non-government institutions (payment details specified in the admission notice).
To apply, visit the institution in person, complete the application form, and submit the required documents. Some institutions may also offer online application options. Additionally, regularly check the Bangladesh Technical Education Board (BTEB) website for important notices, admission announcements, results, and other relevant information: BTEB Website.
General Instructions:
- Ensure timely visits to any government offices.
- Carry a pen with you and use it responsibly.
- Gather accurate information along with notices.
- Fill out the application form correctly.
- Provide correct signatures and mobile numbers at the designated places.