ক্যাপচা টাইপিং এক প্রকার ডাটা এন্ট্রি জব
কী কী যোগ্যতা থাকা লাগে?
- ইংরেজি টাইপিং জানতে হবে।
- প্রচুর ধৈর্য শক্তি ও কষ্ট করার মানসিকতা থাকতে হবে।
- টাইপিং স্পিড ভালো হতে হবে।
কত আয় করতে পারবেন?
ক্যাপচা এন্ট্রি করে আপনি মাসে ৫০০০-২০,০০০ টাকা পযর্ন্ত আয় করতে পারবেন।
কারা করতে পারবেন এই কাজ?
- বিশেষ করে ছাত্র ছাত্রীরা। যারা, টিউশন করে হাত খরচ চালাতে চান, কিন্তু পাচ্ছেন না; তারা এই কাজটিকে টিউশনের বিকল্প হিসেবে করতে পারেন।
- বেকার, যারা কাজের অভাবে ঘরে বসে আছেন।
- চাকুরীজীবি , যারা অফিসের উপার্জনের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান।
- গৃহিনী, যারা সংসারের কাজ করার পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে চান।
ক্যাপচা এন্ট্রির কাজকে কেউ পেশা হিসেবে নিতে চায় না। তাই, শুরুটা এই কাজ দিয়ে হলেও পাশাপশি আরও নতুন দক্ষতা অর্জন করতে হয়। কেননা, এই কাজ সাময়িকের জন্য ভালো। কিন্তু, দূরের যাত্রায় এতো কষ্ট করার চেয়ে, নতুন দক্ষতা দিয়ে কম পরিশ্রমে আরও বেশি উপার্জন করা যায়।
কীভাবে কাজ শুরু করবেন?
রেজিস্ট্রেশন করা
রেজিস্ট্রেশন কীভাবে করবেন- সেটা অবশ্য আলাদা করে বলে দেবার প্রয়োজন পড়বে না। তারপরও, বোঝার সুবিধার্থে কিংবা কারও যদি অসুবিধে হয়- সেজন্য হালকা করে উল্লেখ করা হলো।
প্রথমে ক্যাপচা এন্ট্রির সাইট আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর, সেই সাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা পেইজে নিয়ে যাবে। সেখানে থেকে উপরের দিকে লেখা রেজিস্টারে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে।
সেই পেজে আপনার ইমেইল, পাসয়ার্ড দিতে হবে। তারপর “আই অ্যাম নট রোবট” লেখায় ক্লিক করে ক্যাপচা টা সমাধান করতে হবে। সর্বশেষ, রেজিস্টার লেখায় ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে।
প্রশিক্ষণ শেষ করা
প্রথমে আপনাকে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে, স্টার্ট ওয়ার্ক লেখায় ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। তারপর, নতুন ওপেন হওয়া পেজের স্টার্ট লেখায় ক্লিক করলে ইনস্ট্রাকশন পেজ ওপেন হবে। সেখানে, ওরা আপনাকে দেখিয়ে দিবে কীভাবে কাজ করতে হবে।
এখানে ওরা আপনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণে, আপনার ৩০টির মতো ক্যাপচা পূরণ করতে হবে। এর মধ্যে কোনো ভুল হলে, ওরা আপনাকে জানাবে। তারপর, ওরা দেখিয়ে দিবে কীভাবে কাজটি সম্পূর্ণ করতে হবে।
কাজ শুরু করা
আপনার প্রশিক্ষণ শেষ হলে, শুরু হবে উপার্জন। এর জন্য আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর, কাজ শুরু হয়ে যাবে।
কাজের সুবিধার্থে, সাউন্ড অন করে রাখতে পারেন। তাহলে, এটি আপনার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে।
কোথায় করবেন ক্যাপচা এন্ট্রি কাজ?
ক্যাপচা এন্ট্রির কাজ করার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। নীচে কয়েকটি সাইটের কথা উল্লেখ করা হলো, যেখানে আপনি ক্যাপচা এন্ট্রির কাজ করতে পারবেন-
১. ২ক্যাপচা
২ক্যাপচা ক্যাপচা এন্ট্রির সাইটের মধ্যে এই সাইটটি অন্যতম । কেননা, এই সাইটটির মাধ্যমে ১০০% পেমেন্ট পাবার নিশ্চয়তা আছে। এবং, এই সাইটটি থেকে আপনি ১ডলার হলেই ক্যাশ আউট করে নিতে পারবেন।
এই ওয়েব সাইটের সুবিধাসমূহ
১। আপনি চাইলে আপনার এন্ডয়েড ফোনের অ্যাপের মাধ্যমে এই ওয়েবসাইটের কাজ করতে পারবেন।
২। এদের কম্পিউটারের জন্য রয়েছে বিশেষ সফটওয়ার। যার ফলে, ব্রাউজারের সমস্যা, আপনার কাজে কোনো বাঁধা দিতে পারবে না।
৩। পিসি টু ক্যাপচা বট এর মাধ্যমে শুধুমাত্র রি ক্যাপচা সলভ করে আপনি আরও বেশি উপার্জন করতে পারবেন।
৪। ১০০০ রি ক্যাপচা সলভ করলেই আপনি পেয়ে যাবে ১ ইউ এস ডলার।
এই ওয়েব সাইটের বাধ্যবাধকতা সমূহ
১। একটার বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না।
২। একটা অ্যাকাউন্টের জন্য মাত্র একটি আইপি এড্রেস ব্যবহার করতে হবে।
৩। জিমেইল ই মেইল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
৪। একসাথে ২টি উইনডোতে অথবা ট্যাবে কাজ করা যাবে না।
৫। ক্যাপচা এন্ট্রি টাইপ করার সময় বেশি ভুল করা যাবে না।
করলে, সাময়িক সময়ে জন্য আপনার অ্যাকাউন্ট অফ করে দেওয়া হবে। কতো সময়ের জন্য আপনার অ্যাকাউন্ট অফ করে রাখা হবে, তা নোটিশ আসলে পড়ে নিন। সাধারণত, অ্যাকাউন্ট দুই থেকে চার ঘন্টার বেশি অফ করে রাখা হয় না। সাধারণত, এটি আপনাকে কিছু সময় বিশ্রাম দেবার জন্য করা হয়।
২. কলটিবাবলো
কলটিবাবলো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্যাপচা এন্ট্রি জব প্রভাইডার সাইট। এই সাইটে প্রতি হাজার এন্ট্রিতে ৩৫ সেন্ট থেকে শুরু করে ১ ডলার পযর্ন্ত উপার্জন করা যায়।
অবশ্য, কাজের ক্ষেত্রে এরা অনেক বেশি কড়া। একটা অ্যাকাউন্ট থেকে বার বার ভুল করা হলে ওরা অ্যাকাউন্ট বাতিল করে দিতে পারে।
ওরা দুইটি উপায়ে পেমেন্ট করে থাকে। একটি হলো, পেজা ও অপরটি হলো ওয়েব মানি।
এই সাইটে কাজ করে আপনি মাসে ২০০ ডলার পর্যন্ত আয় করেতে পারেন।